মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সফলতার কিছু মন্ত্র

শামছুল হক রাসেল

সফলতার কিছু মন্ত্র

ক্যারিয়ারে সফল হওয়ার স্বপ্ন কার না থাকে? পড়াশোনা শেষ করার পর কিংবা ভার্সিটি থেকে বের হওয়ার আগে সবাই তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকে। বর্তমানে চাকরির বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় পড়াশোনার পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে দক্ষতা অর্জন জরুরি হয়ে উঠেছে। ভালো চাকরি পেতে হলে পড়াশোনার পাশাপাশি যেসব বিষয়ের দিকে জোর দেবেন সেগুলো জেনে নেওয়া জরুরি। সেগুলো—

স্পেশালিটি অর্জন : আজকাল অধিকাংশ কোম্পানিতেই স্পেশালিস্টদের জয়জয়কার। স্পেশালিস্ট হলো কোনো নির্দিষ্ট বিষয়ে ভালো দক্ষতা অর্জনকারী ব্যক্তি।  উদাহরণস্বরূপ বলা যায়, আপনি হয়তো অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা করছেন। অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের প্রায় সবদিক আপনার নখদর্পণে থাকা মানেই এ বিষয়টির ওপর আপনার স্পেশালাইজেশন রয়েছে। তাই বিষয়টিতে আপনি একজন স্পেশালিস্ট। কোম্পানিগুলো স্পেশালিস্ট নিয়োগের প্রতিই বেশি আগ্রহী। তাছাড়া স্পেশালিস্ট বা এক্সপার্টদের জন্য বেশ উচ্চ বেতনের চাকরির অফার করে থাকে । তাই এ দিকটাতেই দক্ষতা অর্জন জরুরি। তাহলেই আপনার সফলতা আসবে।

কম্পিউটারে দক্ষতা : আপনি ছোট-বড় যে ধরনের চাকরি প্রত্যাশীই হোন না কেন আপনাকে অবশ্যই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সে কারণে কম্পিউটার সম্পর্কে আপনার স্বচ্ছ এবং সঠিক ধারণা থাকা বাঞ্ছনীয়। বর্তমানে সব ধরনের চাকরিতেই কম্পিউটার লিটারেসি খোঁজা হয়। তাই কম্পিউটারে দক্ষতা ছাড়া ভালো একটা চাকরির আশা করা নিতান্তই বোকামি হয়ে যাবে।

টেকনিক্যাল দক্ষতা : আমাদের দেশে বেকারের তুলনায় চাকরির ক্ষেত্র নিতান্তই সামান্য। এই প্রতিযোগিতামূলক বাজারে আপনার চাকরি নিশ্চিত করার জন্য নিজেকে টেকনিক্যাল বিষয়ে দক্ষ করে তুলতে পারেন। এক্ষেত্রে অটো মেকানিক, কনস্ট্রাকশন কন্ট্রাক্টর, ইলেকট্টিশিয়ান, হেয়ার স্টাইলিস্টসহ এ ধরনের অনেক টেকনিক্যাল বিষয়ে নিজের দক্ষতা বাড়াতে পারেন, যা আপনার ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে।

স্বতন্ত্র অবস্থান : চাকরির বাজারে নিজেকে স্বতন্ত্রভাবে উপস্থাপন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ভ্যালু, দক্ষতা, অভিজ্ঞতা এবং ট্যালেন্ট- সবকিছুর সঙ্গে

আপনার সামগ্রিক চেষ্টা যোগ হলে আপনি আপনার স্বাতন্ত্র্যতা

তৈরি করতে পারবেন।

নিজেকে আপডেট রাখুন : সব সময় নিজেকে আপডেট রাখার চেষ্টা করতে হবে। আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার একটি পোর্টফোলিও তৈরি করুন। সিভি নিয়মিত আপডেট করুন। তাছাড়া লোকজনের সঙ্গে যোগাযোগও নিয়মিত রক্ষা করে চলুন। আর সেই সঙ্গে কখন কোন

সুযোগ তৈরি হচ্ছে, সে সম্পর্কে সচেতন থাকুন।

এ ধরনের বেশকিছু বিষয়ে নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়িয়ে চাকরির এ বাজারে নিজেকে গড়ে তুলতে পারেন আর বেশি যোগ্য হিসেবে। সব সময় চাকরির বাজারে যোগ্যদের চেয়েও যোগ্য হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত। দেখবেন, সাফল্য ধরা দেবে নিজ থেকেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর