বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্যারিয়ার কর্নার

ক্যারিয়ার ডেস্ক

ক্যারিয়ার কর্নার

নিজের ক্যারিয়ার গঠনে গ্রুপ ডিসকাশন করতে হবে। গ্রুপ ডিসকাশনে সাধারণত প্রার্থীরা ৫ থেকে ১০ জনের দলে ভাগ হয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করে। মনোযোগসহকারে অন্যের বক্তব্য শোনার এবং বোঝার ক্ষমতা থাকতে হবে। অন্যের যুক্তি ধৈর্য ধরে শোনার ইচ্ছা থাকতে হবে। অনেকে মানসিকভাবে অংশগ্রহণ করে না আলোচনায়, এরকম করা ঠিক না। অন্যান্য প্রার্থীর সঙ্গে সহজভাবে মেশার এবং মতবিনিময় করার ক্ষমতা থাকতে হবে। তাছাড়া আলোচনার লক্ষ্য স্থির করা এবং কিভাবে আলোচনা করা হবে তার পরিকল্পনা করার ক্ষমতা থাকতে হবে। দলের অন্যদের আলোচনায় অংশগ্রহণ করতে উৎসাহিত করাটা জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর