বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অফিস : চাকরিজীবীদের সেকেন্ড হোম

শামছুল হক রাসেল

অফিস : চাকরিজীবীদের সেকেন্ড হোম

চাকরিজীবীদের সেকেন্ড হোম হলো অফিস। প্রত্যেক পরিবারে ভালোবাসার পাশাপাশি মনোমালিন্য এবং ঝগড়া-বিবাদও থাকতে পারে। সৌহার্দ্যের সঙ্গে সমান্তরালে চলতে থাকে সাংসারিক সমস্যাগুলো। ঠিক তেমনি অফিসের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। এই ধরুন মার্জিয়ার (ছদ্মনাম) কথা। তিনি প্রাইভেট ফার্মের প্রশাসন বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত। অফিস শেষে বাড়তি কাজ করার পরও বসের সন্তুষ্টি আদায় করতে পারে না সে। ইনক্রিমেন্টের সময় দেখা গেল তার আড্ডাবাজ সহকর্মী ফারজানা (ছদ্মনাম) টাকার অঙ্কে বেশ এগিয়ে। তাছাড়া অতিরিক্ত পরিশ্রম করলেও মার্জিয়ার যথাযথ মূল্যায়ন করে না অফিস। অথচ ফারজানার মতো অন্যান্য সহকর্মী কম পরিশ্রম করেও মাস শেষে বেতন আদায়ে মার্জিয়ার চেয়ে এগিয়ে। মার্জিয়া নিজেই জানে না, সে অফিস পলিটিক্সের শিকার। তার মতো অনেকেই আছেন যারা সংসারের হাজারো ঝুটঝামেলা সামলে অফিস পলিটিক্স নিয়ে মাথা ঘামাতে গিয়ে হিমশিম খান।

সারভাইভ্যাল স্ট্র্যাটেজি : অফিস পলিটিক্সের কবল থেকে বাঁচতে আড্ডা দেওয়া কি বন্ধ করে দিতে হবে? না, সেটা সম্ভব নয়। তবে আড্ডাকে মনোরঞ্জন থেকে বেশিকিছু ভাবা ঠিক নয়। এ ব্যাপারে কয়েকটি জরুরি কথা মনে রাখলে অফিসের সময়টুকু তো বটেই, পারিবারিক জীবনও চিন্তামুক্ত কাটবে।  গসিপ করার সময় মনে রাখুন কোনো সহকর্মীর নামে কুৎসা ছড়ালে, নিজেও কুৎসার শিকার হতে দেরি হয় না। সহকর্মী সম্বন্ধে কোনো বিরূপ মন্তব্য করার আগে অগ্রপশ্চাৎ বিবেচনা করুন।  বন্ধু চিনে নিন সুকৌশলে। শুধু আগ্রহ ও ইচ্ছা যথেষ্ট নয়। যারা অন্যের সাফল্যকে সন্দেহের চোখে দেখেন, শো অফ করতে ভালোবাসেন বা অন্যের কৃতিত্ব নিজে নেন, তাদের এড়িয়ে চলুন। তবে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন সবার সঙ্গেই।  প্রত্যেক অফিসের একটা নিজস্ব ওয়ার্ক কালচার থাকে, যেটা আপনার মনমতো নাও হতে পারে। কিন্তু প্রতিষ্ঠানের অন্যান্য নিয়মের মতো এই নির্দিষ্ট ওয়ার্ক কালচার মেনে চলাও আপনার দায়িত্ব। যদি এতে কোনো সমস্যা থাকে, যা প্রতিষ্ঠানের ক্ষতি করছে, তাহলে কানাকানি না করে সরাসরি কর্তৃপক্ষকে জানান ও কারও নামে অভিযোগ না করে, অসুবিধার ওপরই জোর দিন।  সহকর্মীদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও অফিস সংক্রান্ত আলোচনায় টেনে আনবেন না। এফিসিয়েন্সি এবং পারফরম্যান্স  দিয়েই তাকে বিচার করুন।  অফিসে মতানৈক্য দেখা দেবেই, তবে ছোটখাটো গোলমাল কথাবার্তার মাধ্যমে সমাধান করে ফেলুন। প্রয়োজনে অন্য সহকর্মীর সাহায্য নিতে পারেন। তবে সামান্য মনোমালিন্য যেন পরে কুিসত রূপ না পায়, সে দিকে লক্ষ্য রাখবেন। মিটিংয়ের জরুরি ফাইল নখদর্পণে রাখুন। প্রয়োজনে কোনো সেফটি লকারে রেখে যান। প্রতিপক্ষ চাইবে ক্ষতি করতে। হয়তো জরুরি ফাইলটি গায়েব করে ফেলতে পারে। এতে করে কর্তৃপক্ষের কাছে  জবাবদিহি করতে হতে পারে।  অনেক করপোরেট হাউসে বিভিন্ন গ্রুপিং থাকে। সবাই চেষ্টা করবে নিজ নিজ গ্রুপকে কাছে টানতে। এসব এড়িয়ে চলাই ভালো। সবচেয়ে ভালো নিরপেক্ষভাবে কাজ করে যাওয়া। কাজের জন্য এসেছেন। কোনো গ্রুপিং বা অফিস পলিটিক্স করতে আসেননি। মনে রাখবেন আপনি যদি কারও বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হন তাহলে আপনাকেও একদিন এর শিকার হতে হবে।  কাজ করার সময় বস ডাকলে অবশ্যই পাশের সহকর্মীকে আপনার টেবিলের দিকে নজর রাখতে বলবেন। কারণ আপনার অনুপস্থিতিতে প্রতিপক্ষ চাইবে কাজের ব্যাঘাত ঘটাতে। হতে পারে তারা কোনো ফাইল মিসিং করতে পারে  কম্পিউটার থেকে।  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কখনো তোষামোদ করবেন না। অনেক সময় এ কারণে সহকর্মীরা ঈর্ষা করতে পারেন। এসব ছোটখাটো বিষয় থেকেই সৃষ্টি হতে পারে অফিস পলিটিক্স নামক কালো ছোবলের।

সর্বশেষ খবর