১৭ জানুয়ারি, ২০১৮ ১৬:২৫

শাবি শিক্ষক সমিতির নির্বাচন বৃহস্পতিবার

সিলেট ব্যুরো:

শাবি শিক্ষক সমিতির নির্বাচন বৃহস্পতিবার

ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক সমিতি নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। 

সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা পাঁচ শতাধিক এবং ১১টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঊদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ এবং ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তাচর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদ’ নামে দুটি প্যানেল ও অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তা ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ নামে একটি প্যানেলসহ মোট তিনটি প্যানেল অংশগ্রহণ করছে।

‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঊদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’র সভাপতি পদে অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, কোষাধ্যাক্ষ পদে সহকারী অধ্যাপক আসিফ ইকবাল, সাধারন সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো.ওমর ফারুক, যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া প্রতিদ্বন্দিতা করবেন। এছাড়া সদস্য পদে অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম, অধ্যপপক ড. তুলসী কুমার দাস, সহযোগী অধ্যাপক ড. মাজহারুল হাসান, সহকারী অধ্যাপক মো. মুয়্যিদ হাসান, প্রভাষক বিশ্বপ্রিয় চক্রবর্তী, মো. হাম্মাদুল হক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তাচর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’র সভাপতি পদে অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. আমিনা পারভীন, কোষাধ্যাক্ষ পদে অধ্যাপক ড. নারায়ণ সাহা, সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক জহির উদ্দন আহমেদ, যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক সৈয়দ ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সদস্য পদে অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. কবির হোসেন, অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম, সহকারী অধ্যাপক তালুকদার মো. মিসবাহ, প্রভাষক জিয়া আহমেদ ও আশিষ কুমার বণিক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’র সভাপতি পদে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, সহ-সভাপতি পদে অধ্যাপক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. ইসমাইল হোসাইন, সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক মো আমিনুল হক। এছাড়া সদস্য পদে অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. আবু ইউসুফ, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক সৈয়দা সুলতানা পারভীন, সহযোগী অধ্যাপক ড. খালিদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিডিপ্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর