১৭ জানুয়ারি, ২০১৮ ১৬:৩৪

সিলেটে শিম চাষে হাসি ফুটছে কৃষকদের মুখে

সিলেট ব্যুরো:

সিলেটে শিম চাষে হাসি ফুটছে কৃষকদের মুখে

ফাইল ছবি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এবার শিমের ভালো ফলন হয়েছে। শিম নিয়েই এখন কৃষকদের তুমুল ব্যস্ততা। এসব শিম সবজি ব্যবসায়ীরা স্থানীয় বাজার থেকে কিনে ঢাকায় নিয়েও বিক্রি করছেন। দামও মিলছে ভালো। ফলে কৃষকদের মুখে হাসি ফুটেছে।

জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন, হেতিমগঞ্জ, লক্ষণাবন্দ এলাকার রাখালগঞ্জ, এলাহীগঞ্জ জাঙ্গালহাটা, দৌলতপুর, ঝাপা, দঁড়া, কোনাচর, দারাবহর, ফুলসাইন প্রভৃতি এলাকায় শিমের ফলন হয়। বারি শিম-১ ও ২, আশ্বিনা, ইপসা, গোয়াল গাদ্দা, হাতির কানি, ফরাস প্রভৃতি জাতের শিম চাষ করা হয়। এবারও এসব এলাকায় শিমের ভালো ফলন হয়েছে। একইসাথে দামও কৃষকদের প্রত্যাশা মিটাচ্ছে। 

স্থানীয় কৃষক ফরিদ মিয়া জানান, তিনি এবার দেড় লাখ টাকা খরচ করেছেন শিম চাষে। ফলন ভালো হওয়ায় প্রায় দ্বিগুণ লাভ পাবেন।

দৌলতপুর এলাকার মনোহর আলী জানান, তিনি স্থানীয় পর্যায়ে শিম কিনে ঢাকার শ্যামবাজারে নিয়ে বিক্রি করেন। এবার ২৫-২৬ টাকা ধরে শিম কিনে ঢাকায় নিয়ে ৩৫-৪০ টাকায় বিক্রি করছেন।

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, রবি মৌসুমে এবার সিলেট বিভাগে ৭ হাজার ২৯৭ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে। তন্মদ্যে সিলেটে ৩ হাজার ৩২৭ হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে।

বিডিপ্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর