২২ জানুয়ারি, ২০১৮ ১৯:২৯

সিলেটে নলকূপ বসাতে গিয়ে বের হলো গ্যাস

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে নলকূপ বসাতে গিয়ে বের হলো গ্যাস

ফাইল ছবি

সিলেটের জকিগঞ্জে নলকূপ বসানোর সময় ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আসার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার বারহার ইউনিয়নের খিলোগ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক শোরগোল চলছে।

জানা যায়, খিলোগ্রামের পটল মিয়ার বাড়িতে সকাল থেকে একটি নলকূপ স্থাপনের কাজ চলছিল। বিকেলে নলকূপের পাইপ মাটির ১৪০ ফুট গভীরে যাওয়ার পর বিকট শব্দে ও প্রবল বেগে গ্যাস ওঠতে শুরু করে। এসময় সবার মধ্যে আতঙ্ক দেখা দেয়।

বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী নলকূপ স্থাপনের সময় গ্যাস বের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাহিদুল করিমের মুঠোফোনে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর