১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৯:২৪

২ ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার পরিবর্তন চান স্বজনরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

২ ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার পরিবর্তন চান স্বজনরা

সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে নিহত দুই ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ ও তানিমুল ইসলাম খানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি জানিয়েছেন স্বজনরা। আজ বিকেলে সিলেটে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি জানান মিয়াদের বাবা আকুল মিয়া এবং তানিমের বন্ধু ও মামলার বাদী দেলোয়ার হোসেন রাহী। এসময় তানিমের বাবা ইসরাঈল খান ও ভাই মঈনুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আকুল মিয়া ও দেলোয়ার হোসেন রাহী দুটি মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তনের দাবি জানান। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ মামলা দুটির সকল আসামিদের গ্রেফতার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
তারা বলেন, ‘এভাবে যদি একের পর এক হত্যা মামলার আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব হয়ে পড়বে। আমরা অবিলম্বে মামলাটি পুলিশের গোয়েন্দা বিভাগে স্থানান্তরের আবেদন জানাচ্ছি এবং মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করার দাবি জানাচ্ছি।’
প্রসঙ্গত, গত বছরের ১৬ অক্টোবর ওমর আহমদ মিয়াদ এবং গত ৭ জানুয়ারি তানিমুল ইসলাম খান হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর