শিরোনাম
২২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:৫১

সিলেটে ‘গবেষণা ও প্রকাশনায় নৈতিকতা’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ‘গবেষণা ও প্রকাশনায় নৈতিকতা’ শীর্ষক সেমিনার

সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘গবেষণা ও প্রকাশনায় নৈতিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে ইংরেজি বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক অনিক বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হোসাইন আল মামুন।
ইংরেজি বিভাগের প্রভাষক তাসনুভা তাবাসসুমের সঞ্চালনায় সেমিনারে মূল বক্তা ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের নির্বাহী পরিচালক ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মেদ শাহরিয়ার হক। সেমিনারে বিভিন্ন ধরনের গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর