২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:১৩

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সিলেটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সিলেটে মানববন্ধন

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামের একটি সংগঠন।

রবিবার সকাল ১১টায় বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা বৈষম্যের মধ্য দিয়ে মেধাবীদের অবহেলা করা কোন কিছুতেই মেনে নেওয়া হবে না। মেধাবীরা যাতে দেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় যেতে পারেন, সেজন্য কোটা প্রথার সংস্কার করতে হবে। ৫৬ শতাংশ কোটা রাখার কারণে মেধাবীরা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না। মেধায় ৯০ শতাংশ এবং কোটায় সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রাখার দাবি জানান তারা।
শাবি শিক্ষার্থী সরদার মনসুর আহমদ ও এমসি কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিবের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শাবি শিক্ষার্থী নাদিয়া কেয়া, মদন মোহন কলেজের শিক্ষার্থী জহির হোসেন, শাবি শিক্ষার্থী আজহারুল ইসলাম, কবিতা আক্তার, এমসি কলেজের শিক্ষার্থী পাশা শাহীনূর আলম, আব্দুর রহিম রাহি, ফয়েজ আহমদ প্রমুখ। মানববন্ধনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট সরকারি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর