২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ২১:১৯

সিলেটে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক

সিলেটে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

প্রতীকী ছবি

সিলেট নগরীর বন্দরবাজার মহাজনপট্টি কাষ্টঘর সংলগ্ন একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। 

পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগে আগুনে প্রায় অর্ধ কোটি টাকার বেশি মূল্যের পণ্য পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনে আল খাজা মার্কেটের তিন তলাস্থ হাজী আমিন অ্যান্ড সন্স নামক প্রতিষ্ঠানের গোডাউনে রাখা সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। পরে সেই আগুন পার্শ্ববর্তী নিউ মার্কেট এলাকার ৫ তলাতে ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শিমুল রফিক বলেন, রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা ধারণা করছি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।  

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান। এসময় ব্যবসায়ীরা মহাজনপট্টি এলাকার সড়ক প্রশস্ত করার দাবি জানান।

বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর