১ মার্চ, ২০১৮ ১৮:২৯

সার্ক মুটে ‘বেস্ট স্পিকার’ তামান্না

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সার্ক মুটে ‘বেস্ট স্পিকার’ তামান্না

দ্বিতীয় সার্ক মুট কোর্ট প্রতিযোগিতায় ‘সেরা বক্তা’ নির্বাচিত হয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির তামান্না তাবাসসুম। তিনি ইউনিভার্সিটির এলএলবি (অনার্স) প্রোগ্রামের ৩০তম ব্যাচের শিক্ষার্থী। প্রতিযোগিতার সমাপনী দিনে তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ইন্ডিয়ান ইন্সটিটিউট অব লিগ্যাল স্টাডিজ’র আয়োজনে ভারতের পশ্চিবঙ্গের দার্জিলিংয়ের শিলিগুড়িতে এ মুট কোর্ট অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, সার্ক মুট কোর্টে বাংলাদেশের একমাত্র দল হিসেবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র প্রভাষক ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরীর তত্ত্বাবধানে দলে ছিলেন এলএলবি (অনার্স) প্রোগ্রামের তিন শিক্ষার্থী তামান্না তাবাসসুম, আরিফ রায়হান ও সামিরা সিদ্দিকা। প্রতিযোগিতায় এ দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়ে একটি পুরস্কার অর্জন করে। সেরা বক্তার স্বীকৃতি পাওয়া মেট্রোপলিটন ইউনিভার্সিটির তামান্না তাবাস্সুমের হাতে পুরস্কার তুলে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ড. সম্বুদ্ধ চক্রবর্তী।
সার্ক মুট কোর্ট প্রতিযোগিতায় সার্কভুক্ত আটটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬টি দল অংশগ্রহণ করে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর