১৪ মার্চ, ২০১৮ ১৬:৪৫

বিশ্বনাথে তথ্য অধিকার আইন বিষয়ক সভা

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট):

বিশ্বনাথে তথ্য অধিকার আইন বিষয়ক সভা

বাংলাদেশ তথ্য কমিশন ও বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ  উপজেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের উপ-পরিচালক (গ.প্র.প্র) সিরাজুল ইসলাম খান। তিনি তার বক্তৃতায় বলেন, যেকোন দপ্তরের যেকোন বিষয় সবার জানার অধিকার আছে, তবে, কিছু বিষয় আছে যার গোপনীয়তা রক্ষা করতে হবে। নিজের ঘরে বসে ওয়েব সাইটের মাধ্যমে বিশ্বনাথ থেকে দেশের সব দপ্তরের নানা তথ্য জানা যাবে। ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট দায়িত্বশীলের কাছে তথ্য জানার বিষয়ে আবেদন করার পরও তথ্য না পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা যাবে। প্রতিটি কাজে জবাবদিহিতা থাকলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এসময় দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করার আহবান জানান তিনি।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোস্তাক আহমদ ও গীতা পাঠ করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা পানন কুমার সানা।
সভায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর, দশঘর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাদল, উপজেলা কৃষি অফিসার আলীনূর রহমান, শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমেদ, প্রকৌশলী এমকে আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা আবু ইউসুফ, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকতা কাশমীর সুলতানা, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, হাজী মফিজ আলী বালিকা এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মুকিদ, বিশ্বনাথ রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রেসক্লাব সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল আহমদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রুহেল উদ্দিন, কামাল মুন্না, আবদুস সালাম প্রমুখ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর