২০ মার্চ, ২০১৮ ১৭:৫৫

কাঁকন বিবি গুরুতর অসুস্থ, ওসমানীতে ভর্তি

সিলেট ব্যুরো

কাঁকন বিবি গুরুতর অসুস্থ, ওসমানীতে ভর্তি

ফাইল ছবি

গুরুতর অসুস্থ অবস্থায় আবারও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন মুক্তিযোদ্ধা কাঁকন বিবি বীরপ্রতীক। 

সোমবার রাতে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার মেয়ে সখিনা। বর্তমানে হাসপাতালের ২য় তলায় আইসিইউ বিভাগের ৪নং বেডে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সখিনা এই প্রতিবেদককে জানান, কয়েকদিন ধরে কাঁকন বিবি শয্যাশায়ী। তিনি খাবার খেতে পারছিলেন না। শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে ব্রেন স্ট্রোক করে গত বছরের ২১ জুলাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাঁকন বিবি। কয়েকদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় বাড়ি ফিরেছিলেন তিনি।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঝিরাগাঁও গ্রামের কাঁকন বিবি ১৯৭০ সালে ৩ মাস বয়সের একমাত্র কন্যা সন্তান সখিনাকে রেখে মুক্তিযুদ্ধে যান। প্রথমে মুক্তিযুদ্ধের পক্ষে গুপ্তচরের কাজ করলেও পরবর্তী সময়ে সম্মুখযুদ্ধে অবতীর্ন হন। কাঁকন বিবি অন্তত ২০টি স্থানে নিজে যুদ্ধ করেছেন। পাক বাহিনীর হাতে আটক হয়ে নির্যাতনের শিকার হয়েছেন একাধিকবার। 

বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর