১১ এপ্রিল, ২০১৮ ১৬:৩৯

বিশ্বনাথে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট):

বিশ্বনাথে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

'মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ' এই স্লোগানে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮’র উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু শাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলাম। উ

পজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফজলুল হকের পরিচালায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন শাহপিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনসার আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) সমীর কান্তি দেব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য অসিত রঞ্জন দেব ও প্রযুক্তি মেলায় অংশ নেয়া বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখেন অতিথিবৃন্দ। মেলায় উপজেলার একটি কলেজ ও সাতটি স্কুল অংশ নেয়।    

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর