Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০১৮ ১৯:১২ অনলাইন ভার্সন
মুজিবনগর দিবসে এমইউতে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
মুজিবনগর দিবসে এমইউতে আলোচনা সভা
bd-pratidin

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন। সভায় রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সিলেটের লিডিং ইউনিভার্সিটিতেও মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী আবদুল্লাহেল বাকী, সামজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আলী আক্কাস প্রমুখ।

বিডি প্রতিদিন/ মজুমদার

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow