১৮ এপ্রিল, ২০১৮ ১৪:২৪

সিলেটে ক্যারাম খেলাকে কেন্দ্র করে তরুণ খুন

সিলেট ব্যুরো

সিলেটে ক্যারাম খেলাকে কেন্দ্র করে তরুণ খুন

এক বছর আগের ক্যারাম খেলায় হাতাহাতির জের ধরে সিলেটের গোলাপগঞ্জে এক তরুণকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি গোলাপগঞ্জের বসন্তপুর গ্রামের আব্দুল হকের ছেলে আমির হোসেন (১৮)।

জানা যায়, এক বছর আগের ক্যারাম খেলা নিয়ে একই গ্রামের তানভীরসহ কয়েক জনের সাথে আমিরের হাতাহাতি হয়। এর জের ধরে ষড়যন্ত্রমূলক ভাবে নিহত আমির হোসেনকে (১৮) একটি ডাকাতি মামলায় ঢুকানো হয়। আমির হোসেন জামিনে বেরিয়ে আসলে গত রাত ১৭ এপ্রিল রাত ৮টায় অভিযুক্ত মৃত বাবুল মিয়ার ছেলে তানভীর ও জাহেদ এবং মারুফসহ কয়েকজন মিলে নিহত আমির হোসেনকে কৌশলে বসন্তপুর বাজারের সিরাজ মিয়ার মার্কেটে আনে। 

আমির হোসেন আসার পর তার উপর ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়ারা মুমূর্ষু অবস্থায় আমির হোসেনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করলে বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্ত করে সব অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর