২৫ এপ্রিল, ২০১৮ ১৭:১৩

দুদকের মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দুদকের মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকী খানকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। 

বিশেষ ক্ষমতা আইনে দুদকের দায়ের করা মামলায় (জিআর নং ২৯/২০১৮) বুধবার সকালে তিনি মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মফিজুর রহমান ভুইয়া তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

দুদক সূত্রে জানা গেছে, শুল্ক ফাঁকির বিলাসবহুল গাড়ি জাল কাগজপত্র দিয়ে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনের অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের উপ পরিচালক মো. ফরিদুর রহমান বাদি হয়ে পংকী খানসহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রায় এক কোটি ৭৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ আনা হয়। 

পংকী খান ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার তিলক শাহারপাড়ার ইংল্যান্ড প্রবাসী রূপা মিয়া,  সুনামগঞ্জ সদরের বসুন্ধরা আবাসিক এলাকার মোরশেদ আলম বেলাল, সুনামগঞ্জ সদরের হাছননগরের রোমান রায়হান, বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক বরিশালের মুলাদী উপজেলার চর নাজিরপুরের বাসিন্দা মো. এনায়েত হোসেন।

বিডি প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর