২৬ এপ্রিল, ২০১৮ ১৯:৪৯

সিলেটে জমির বিরোধে গেল বৃদ্ধের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে জমির বিরোধে গেল বৃদ্ধের প্রাণ

সিলেটের কানাইঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারি থামাতে গিয়ে ফারুক আহমদ (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর আগফৌদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ ফখরুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিনগর আগফৌদ গ্রামের মৃত জওয়াহির আলীর ছেলে ফখরুল ইসলাম গংদের সাথে একই গ্রামের মকবুল আলীর ছেলে জালাল আহমদ, সাহেদ আহমদ ও পার্শ্ববর্তী বাউরভাগ গ্রামের হাজী ফরিদ গংদের মধ্যে কয়েক বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সাহেদ ও ফরিদ গংরা বিরোধপূর্ণ ওই জমি পরিমাপ করতে গেলে ফখরুল ইসলাম গংদের সাথে বাদানুবাদ শুরু হয়। উভয়পক্ষ মারামারিতে লিপ্ত হলে ফারুক আহমদ তা থামাতে যান। এসময় ফখরুল ইসলামের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ফারুক। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ফখরুল ইসলামকে আটক করেছে। মামলার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর