Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ মে, ২০১৮ ১৭:৩৩ অনলাইন ভার্সন
আপডেট : ১৭ মে, ২০১৮ ১৭:৩৫
সিলেটে পাঁচ ইউপি চেয়ারম্যানের শপথ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে পাঁচ ইউপি চেয়ারম্যানের শপথ
bd-pratidin

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নবনির্বাচিত পাঁচ ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে তাদেরকে শপথ পাঠ করান জেলা প্রশাসক নুমেরী জামান।

শপথ গ্রহণ করেন ফেঞ্চুগঞ্জ ইউপির চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, মাইজগাঁও ইউপির সুফিয়ানুল করিম চৌধুরী, ঘিলাছড়া ইউপির আবুল লেইছ চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউপির আহমেদ জিলু ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপির চেয়ারম্যান এমরান উদ্দিন।

এসময় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিনহা, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ এ পাঁচ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow