২৪ মে, ২০১৮ ১৭:২৪

সিলেটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্যপণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান, একটি রেস্টুরেন্ট ও একটি খাবারের দোকানকে প্রায় অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন খাদ্যপণ্য প্রস্তুতকারী রিফাত এন্ড কোং এর একটি শাখাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ দই ও সস বিক্রির দায়ে এই জরিমানা করা হয়। এর আগে গত মঙ্গলবার রিফাতের জিন্দাবাজারস্থ আরেকটি শাখাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
এদিকে গতকাল অভিযানে নগরীর জিন্দাবাজারস্থ সাম্পান রেস্টুরেন্টকে নোংরা ব্যাগের মধ্যে মাংস রাখায় এবং মেয়াদোত্তীর্ণ সস পাওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জিন্দাবাজারস্থ নামবিহীন একটি খাবারের দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিলেট জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর