২৯ মে, ২০১৮ ১৬:১৭

সিলেটে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

সিলেটে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। মঙ্গলবার সকালে সিলেট সেনানিবাসে দিবসটির উদ্বোধন করেন ১৭ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ-জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত তিন দশক থেকে জাতিসংঘে শান্তিরক্ষায় বিভিন্ন দেশে বাংলাদেশের অনেক সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। গত চার বছরে শান্তিরক্ষী মিশনে গিয়ে সিলেটে অঞ্চলের তিন সেনা সদস্য নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। অনুষ্ঠানে তাদের পরিবারকে নগদ অর্থ সহায়তা ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার নাজমুনারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট জেলা ও দায়রা জজ মর্তুজা মজুমদার বক্তব্য দেন।

বিডি প্রতিদিন/২৯ মে, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর