২১ জুন, ২০১৮ ১৮:৫৪

সিলেটে বিএনপিকে বিক্ষোভ করতে দেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বিএনপিকে বিক্ষোভ করতে দেয়নি পুলিশ

দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সিলেটে পালন করতে পারেনি বিএনপি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কথা বলে বিক্ষোভ করতে নিষেধ করে পুলিশ। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংক্ষিপ্তভাবে কর্মসূচি পালন করেছেন তারা।
জানা যায়, বিক্ষোভ কর্মসূচি পালন করতে বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে জড়ো হন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। এর কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপিকে কর্মসূচি পালন করতে নিষেধ করে।
নগরীর কোতোয়ালী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, সামনে সিলেট সিটি নির্বাচন। নির্বাচনী আচরণবিধির ১১ এর ২ ধারা অনুসারে বর্তমানে কেউ বিক্ষোভম সভা, সমাবেশ করতে পারেন না। তাই বিএনপি নেতৃবৃন্দকে কর্মসূচি পালন না করতে বলা হয়।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, আমাদের কর্মসূচি শুরু হয়েছিল। পরে পুলিশের অনুরোধে কর্মসূচি সংক্ষিপ্তভাবে শেষ করা হয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর