২৫ জুন, ২০১৮ ১৯:২৯

সিলেট সিটি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চায় 'সুজন'

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট সিটি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চায় 'সুজন'

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট শাখা। সোমবার দুপুরে সিলেট নগরীর মেন্দিবাগস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবরে স্মারকলিপিতে এই প্রত্যাশা ব্যক্ত করা হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে নির্বাচনকে কেন্দ্র করে সুজনের কার্যক্রমের কথাও উল্লেখ করা হয়। সিলেট সিটি নির্বাচনের পূর্বে ও পরে দুটি সংবাদ সম্মেলন, আগামী ২৯ জুন একটি গোলটেবিল বৈঠক, মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান, ভোটারদের মধ্যে তথ্যচিত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চালাবে সুজন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুজন সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সম্পাদক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর