Bangladesh Pratidin

প্রকাশ : ১০ জুলাই, ২০১৮ ১৩:৪৩ অনলাইন ভার্সন
আপডেট : ১০ জুলাই, ২০১৮ ১৪:৩৮
সিলেট সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ
ছবি: নাজমুল কবীর পাভেল
bd-pratidin

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সকালে নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থী ও সমর্থকদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে।

মঙ্গলবার সকালে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান লড়বেন দলীয় প্রতীক নৌকা নিয়ে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী লড়বেন ধানের শীষ প্রতীকে। নাগরিক কমিটি মনোনীত প্রার্থী বদরুজ্জামান সেলিম পেয়েছেন বাসগাড়ী প্রতীক, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন টেবিল ঘড়ি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন পেয়েছেন হাতপাখা প্রতীক, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর মই ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের পেয়েছেন হরিণ মার্কা।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow