১৩ জুলাই, ২০১৮ ১৯:৪০

আরিফের বিরুদ্ধে ইসিতে কামরানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আরিফের বিরুদ্ধে ইসিতে কামরানের অভিযোগ

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
শুক্রবার দুপুুরে নির্বাচন কমিশনে (ইসি) কামরানের পক্ষে এই অভিযোগ করেন মহানগর আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক দিবাকর ধর রাম। অভিযোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ নেতা দিবাকর।
সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা ১০ জুলাই থেকে শুরু হয়েছে। স্থানীয় সরকার ও সিটি করপোরেশন আইন অনুযায়ী একজন মেয়র প্রার্থী তার মাইকিং করার জন্য শুধুমাত্র একটি মাইক ব্যবহার করতে পারবেন। কিন্তু বিএনপির প্রার্থী একটি মাইকের পরিবর্তে তার নির্বাচনী প্রচারণার সিএনজি অটোরিকশাতে একটি মাইকের পরিবর্তে দুটি মাইক ব্যবহার করছেন। বৃহস্পতিবার (১২ জুলাই) রাত ৮টায় যার প্রমাণ পাওয়া যায়। তিনি (আরিফ) তার নির্বাচনী নগরীর মেডিকেল রোড এলাকায় সিএনজিচালিত অটোরিকশাতে দুটি মাইক ব্যবহার করেছেন।’ অভিযোগের সপক্ষে একটি ছবিও জমা দেয়া হয়েছে ইসিতে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর