Bangladesh Pratidin

প্রকাশ : ২০ জুলাই, ২০১৮ ১৮:৫৫ অনলাইন ভার্সন
সিলেটে পানির জন্য সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে পানির জন্য সড়ক অবরোধ

সিলেট নগরীর ১৭নং ওয়ার্ডের লোহারপাড়া এলাকায় নিরবিচ্ছিন্নভাবে খাবার পানি সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

শুক্রবার জুমআর নামাজের পর প্রায় আড়াই ঘন্টা লোহারপাড়া-আম্বরখানা সড়ক অবরোধ করে রাখেন তারা।

স্থানীয়রা জানান, লোহারপাড়া এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দীর্ঘদিনের। স্থানীয় কাউন্সিলর বিষয়টি সমাধানে বারবার আশ্বাস দিলেও সমাধান আর হয়নি। তাই ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে নেমে আসেন। তাদের অবরোধে সড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে এসে দ্রুত সমস্যার সমাধান করার কথা বলে অবরোধ তুলে দেন।

কাউন্সিলর দিলওয়ার হোসেন সজীব বলেন, স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করেছিলেন। পানি সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে তাদের অবরোধ তুলে দেয়া হয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow