২৩ জুলাই, ২০১৮ ১৯:৫৫

সিলেট সীমান্তে শ্রমিকের লাশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সীমান্তে শ্রমিকের লাশ

প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল বাঘছড়া সীমান্ত থেকে এক কয়লা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশটি প্রেরণ করা হয়। 

আবু বকর (৩২) নামের ওই শ্রমিক সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার রঘাপ্রতিপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভারতে অবৈধভাবে প্রবেশ করে দেশটির মেঘালয়ের উখিয়াং থানার কেলেরিয়া কয়লাখনিতে শ্রমিকের কাজ করছিলেন আবু বকর। গত রবিবার ওই খনি ধসে নিহত হন তিনি। পরে তার লাশ উদ্ধার করে শ্রমিকরা বাংলাদেশ সীমান্তে জৈন্তাপুর উপজেলার লালাখাল বাঘছড়া এলাকার ১৩০৩নং আন্তর্জাতিক পিলারের ৪শ গজ ভেতরে রেখে যায়। খবর পেয়ে সোমবার তার স্বজনরা বিজিবি ও জৈন্তাপুর থানার সহায়তায় ওই স্থানে ছুটে যান। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওই শ্রমিকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির লালাখাল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খলিল উদ্দিন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর