৯ আগস্ট, ২০১৮ ১৬:৫৫

হবিগঞ্জে সিরিজ বোমা হামলা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে সিরিজ বোমা হামলা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

সাক্ষী ও আসামিরা আদালতে হাজির না হওয়ায় আবারও হবিগঞ্জে সিরিজ বোমা হামলা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।

বৃহস্পতিবার সকালে সিরিজ বোমা হামলার মামলার নির্ধারিত তারিখে আসামি জেএমবি’র প্রধান মাওলানা সাইদুর রহমানকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ও জেএমবি সদস্য আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ ওরফে হানিফকে হবিগঞ্জ কারাগার থেকে কঠোর নিরাপত্তার মাধ্যমে আদালতে নিয়ে আসা হয়। কিন্তু এ  মামলার অন্যান্য ৫ আসামিদের নিরাপত্তার অভাবে আদালতে হাজির করতে পারেনি পুলিশ।
অপরদিকে মামলার সাক্ষীরা আদালতে হাজির না হওয়ায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক নাসিম রেজা মামলাটির পরবর্তী তারিখ আগামী ১৮ আক্টোবর ধার্য করেন। এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক।
অন্য আসামি জেএমবি প্রধান সাইদুর রহমানের ছেলে জেএমবির আইটি বিশেষজ্ঞ এএইচএম শামীম, মো. বেলাল হোসেন ওরফে তামিম, হাফেজ হুজাইফা ওরফে ওবায়দুল­াহ ওরফে সুমন, শফিকুল ইসলাম ওরফে নাজিম ওরফে নাহিম ও সালাহ উদ্দিন।
উল্লেখ্য, ২০০৫ সালে ১৭ আগস্ট হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়, সদর থানা, ঈদগাহ প্রাঙ্গনে, পৌর মার্কেট, হবিগঞ্জ বার লাইব্রেরিসহ ৫টি স্থানে একাধিক বোমা হামলায় হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫টি মামলা দায়ের করে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর