১৭ আগস্ট, ২০১৮ ১৮:৪৪

সিলেটে পাথর উত্তোলনের অন্যতম হোতা গ্রেফতার, বোমা মেশিন ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে পাথর উত্তোলনের অন্যতম হোতা গ্রেফতার, বোমা মেশিন ধ্বংস

সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম ও লিলাবাজারে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
শুক্রবার সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই অভিযানে পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের অন্যতম হোতা ইমাম উদ্দিনকে (৩৪) গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় পাড়ুয়া মাঝপাড়ার দুদু মিয়ার ছেলে। অভিযানে ২০টি বোমা মেশিন ও একটি পেলোডার ধ্বংস করা হয়।
কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ ও সহকারি কমিশনার (ভূমি) মাসুদ রানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ জানান, একটি সংঘবদ্ধ পাথরখেকো চক্র বোমা মেশিন দিয়ে গুচ্ছগ্রাম ও লিলাবাজারে রাতের আঁধারে পাথর উত্তোলন করে আসছিল। তাই এদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযান টের পেয়ে অন্যান্য বোমা মেশিন মালিকরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর