Bangladesh Pratidin

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:০০ অনলাইন ভার্সন
সিলেটে বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটে বিএনপির মানববন্ধন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন করেছে জেলা ও মহানগর বিএনপি। আজ সোমবার সকাল ১১টা প্রায় দুই ঘন্টাব্যাপী ওই মানববন্ধন নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহসভাপতি হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, জেলা বিএনপির সহসভাপতি শাহজামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল হাকিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বিডি প্রতিদিন/মজুমদার

আপনার মন্তব্য

up-arrow