১১ সেপ্টেম্বর, ২০১৮ ২০:০৫

সিলেটে পলিথিনের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে পলিথিনের বিরুদ্ধে অভিযান

সিলেট নগরীর লালদিঘীরপার এলাকায় অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদফতর ও সিলেট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। 

অভিযানে অবৈধ পলিথিন ব্যবহার ও বিক্রির দায়ে তিনটি দোকানকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলতাফ হোসেন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।

অভিযানে অবৈধ পলিথিন বিক্রির দায়ে জাকির এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, নিউ রাকা এন্টারপ্রাইজকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া পলিথিনের মধ্যে খাবার সরবরাহের দায়ে ইউসুফ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫৩ কেজি পলিথিন জব্দ করে মোবাইল কোর্ট।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর