১৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৫৩

সিলেটের ৩ আসনে জমিয়তুল উলামার প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটের ৩ আসনে জমিয়তুল উলামার প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা। শুক্রবার বাদ জুমআ সংগঠনের সিলেট জেলা ও মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির যৌথসভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 

নগরীর উপশহর জামিআ লুগাতুল আরাবিয়ায় অনুষ্ঠিত সভায় যৌথ সভাপতিত্ব করেন যথাক্রমে বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট মহানগরের সভাপতি শায়খ আব্দুর রউফ ও জেলার সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম।

সভায় সিলেট-১ আসনে জমিয়তুল উলামা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শায়খুল হাদীস তাহুরুল হক জকিগঞ্জী, সিলেট-৪ আসনে মাওলানা সিরাজ উদ্দিন আনসারী ও সিলেট-৫ আসনে মাওলানা বদরুল হাসান রায়গড়ীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এসময় জমিয়তুল উলামা সিলেট মহানগর শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মোজাক্কির হোসাইন, জেলার অর্থ সম্পাদক মাওলানা শাহজাহান আহমদ, মহানগর সহ-সম্পাদক মাওলানা আব্দুল করিম ও মাওলানা শাহ নেছার আহমদ, কানাইঘাট উপজেলার সদস্যসচিব মাওলানা আব্দুল মতিন, গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, বিশ্বনাথ উপজেলার আহ্বায়ক মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, গোলাপগঞ্জ উপজেলার সদস্যসচিব মাওলানা হেমায়তুল্লাহ, সদর উপজেলার আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর