১৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৫৪

সিলেটে ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস পালন

পরিবর্তন চাই নামক সামাজিক সংগঠনের উদ্যোগে সিলেটে ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস পালন করা হয়েছে।

শনিবার নগরীর ক্বিনব্রিজ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ছয়টি পয়েন্টে সংগঠনের কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। চার শতাধিক স্বেচ্ছাসেবী অভিযানে অংশ নেন।

পরিবর্তন চাই নামক সংগঠনের কর্মীরা পলিথিন, কাগজ, সিগারেটের টুকরো, বোতল প্রভৃতি জিনিস কুড়িয়ে ডাস্টবিনে ফেলেন। এসময় তারা পথচারী ও সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার অনুরোধ জানান। ময়লা-আবর্জনা যাতে ডাস্টবিনে ফেলা হয়, সে বিষয়ে উদ্বুদ্ধ করেন তারা।

পরিচ্ছন্নতা অভিযান শেষে সমাপনী অনুষ্ঠানে পরিবর্তন চাই-এর সিলেট জেলা কমান্ডার আতিক রহমানের সঞ্চালনায় বিভাগীয় সমন্বয়ক বাদশা মিয়া সিটি করপোরেশনের মেয়রের উদ্দেশ্যে স্মারকলিপির মূল অংশ পাঠ করে শোনান। এই স্মারকলিপি মেয়রের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানানো হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, বিশেষ অতিথি ছিলেন আমেরিকান কর্ণার সিলেট-এর পরিচালক মোস্তফা কামাল প্রমুখ।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর