৩ অক্টোবর, ২০১৮ ১৯:৫৮

গোলাপগঞ্জে মেয়র হলেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

গোলাপগঞ্জে মেয়র হলেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী

শান্তিপূর্ণ পরিবেশে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেল মেয়র নির্বাচিত হয়েছেন।
রাবেল পেয়েছেন চার হাজার ১৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন তিন হাজার ৯৫৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন তিন হাজার ৫৫৮ ভোট এবং মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস পেয়েছেন তিন হাজার ৩৫৪ ভোট পেয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। কঠোর নিরাপত্তায় সম্পন্ন হয় ভোটগ্রহণ। উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ব্যতীত অন্য কোন রাজনৈতিক দল সমর্থিত প্রার্থী ছিলেন না। বিএনপি প্রার্থী দিলেও বাছাইকালে সেই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
উলে­খ্য, গত ৩১ মে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মারা গেলে মেয়রের পদটি শুন্য হয়। বিগত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকারিয়া আহমদ পাপলুকে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন বিদ্রোহী সিরাজুল জব্বার।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর