১৩ অক্টোবর, ২০১৮ ২২:১৪

ওসমানীতে নিয়োগ বাণিজ্য; জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ওসমানীতে নিয়োগ বাণিজ্য; জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

ফাইল ছবি

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই কোটি টাকা নিয়োগ বাণিজ্যের সংবাদ বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠেছে। শনিবার ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’ এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিদিনের তৃতীয় পৃষ্ঠায় ওসমানী মেডিকেলে ২ কোটি টাকার নিয়োগ বাণিজ্য শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এরপর এ নিয়ে সংশ্লিষ্ট মহলে তোলপাড় সৃষ্টি হয়।

শনিবার যুক্ত বিবৃতিতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি এডভোকেট নাছির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।


বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর