১৪ অক্টোবর, ২০১৮ ১৮:৪০

কাউন্সিলর আজাদ কাপের ফাইনাল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

কাউন্সিলর আজাদ কাপের ফাইনাল সম্পন্ন

দেশের দ্বিতীয় বৃহৎ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘কাউন্সিলর আজাদ বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের’ ফাইনাল সম্পন্ন হয়েছে।

দেশের ৪০টি জেলার খেলোয়াড়দের অংশগ্রহণে বর্ণাঢ্য এ টুর্নামেন্টের ফাইনাল দেখে মুগ্ধ হয়ে ব্যাডমিন্টনের উন্নয়নে সংশ্লিষ্টদের আরো বেশি আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ব্যাডমিন্টনে সিলেট নেতৃত্ব দিচ্ছে- এটা অনেক বেশি গর্বের। সঠিক পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে কৃতি খেলোয়াড়দের আরো বেশি দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এতে দেশের গন্ডি পেরিয়ে খেলোয়াড়রা বিদেশেও সাফল্য দেখাতে পারবে।
গত শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও অধ্যাপক লাহিন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, মোহনা টেলিভিশনের পরিচালক জসিম উদ্দিন।
টুর্নামেন্টে নিয়মিত পর্বে সিলেট ব্যাডমিন্টন হাউজের গৌরব-মাঙ্গাল জুটিকে ২-০ সেটে হারিয়ে নোয়াখালীর হিমেল-রুমেল টু স্টার দলের এনাম-সোহেল জুটি চ্যাম্পিয়ন হয়। এ্যামেচার পর্বে বন্ধুমহল নোয়াখালী দলের কাউন্সিলর আজাদ-সুমন জুটিকে ২-১ সেটে হারিয়ে চট্টগ্রামের আবু সোহেল-নওশাদ জুটি চ্যাম্পিয়ন হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর