১৭ অক্টোবর, ২০১৮ ১৬:১৬

সিলেটে নানা আয়োজনে অষ্টমী পূজা পালিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে নানা আয়োজনে অষ্টমী পূজা পালিত

ফাইল ছবি

নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজার মহা অষ্টমী উদযাপন করা হয়েছে। আজ বুধবার বিভিন্ন মন্দির ও মণ্ডপে দেবীর মহা স্নানের মাধ্যমে শুরু হয় দুর্গা পূজার মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা। 

এছাড়াও পুজো অর্চনার মধ্যে ছিল ১০৮টি পদ্মঅর্পণ ও সন্ধিপূজা। মহা অষ্টমির অন্যতম আকর্ষণ কুমারী পূজা হলেও সিলেটের কোন মন্ডপে আয়োজন ছিল না এ পূজার। এছাড়া দিনভর অঞ্জলী প্রদান, মহাভোগ এবং সন্ধ্যায় আরতির মাধ্যমে সম্পন্ন হয় অষ্টমী বিহিত পূজা। 
পূজায় আগত পূর্নাথীরা দেশ ও মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করে বলেন, পূজা মন্ডপগুলোর পরিবেশ সুন্দর রয়েছে, নিরাপত্তাও বেশ ভালো।

এবার সিলেট জেলার  ১৩টি থানায় ৪৫৫টি ও মহানগরীতে ৬৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা ও মহানগর পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পূজা।

  বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর