২৩ অক্টোবর, ২০১৮ ২২:১৫

সিলেট জেলা বিএনপির সভাপতির বাসায় অভিযান, আটক ১০

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট জেলা বিএনপির সভাপতির বাসায় অভিযান, আটক ১০

জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের আগের রাতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের যতরপুরস্থ বাসার সামনে থেকে ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া নগরীর উপশহর থেকে আরো চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে বিএনপি দাবি করেছে, তাদের ২০-২৫ জন নেতাকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, বুধবার সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতির বাসায় প্রস্তুতি সভায় বসেন বিএনপি নেতারা। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাত ৮টার দিকে পুলিশ ওই বাসা ঘিরে ফেলে। পরে বাসার সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির সহসভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ ছয়জনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর উপশহরস্থ হোটেল রোজভিউয়ের সামনে থেকে আরো চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে বিএনপি নেতাদের দাবি, পুলিশ তাদের ২০-২৫ জনকে আটক করেছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের জন্য আমরা বৈঠক করছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের নেতাকর্মীদের হয়রানি করে, আমার বাসার সামনে থেকে এবং বিভিন্ন স্থান থেকে ২০-২৫ জন নেতাকর্মীকে আটক করেছে।’ 

তিনি বলেন, ‘সমাবেশের প্রচারে পুলিশ বাধা দিচ্ছে। আমাদের মাইক নিয়ে গেছে তারা। আমরা পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘কেন্দ্রীয় নেতাসহ আমাদেরকে অবরুদ্ধ করে রাখে পুলিশ। সরকারের আজ্ঞাবহ পুলিশের এই ভূমিকা ন্যাক্কারজনক।’

জানতে চাইলে নগর পুলিশের কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ‘নগরীর বিভিন্ন স্থানে পুলিশের নিয়মিত অভিযান চলছে।’ কাদেরকে আটক করা হয়েছে, তা বিস্তারিত জানাতে পারেননি তিনি।


বিডি প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর