৩১ অক্টোবর, ২০১৮ ১৫:৫৭

সুরমা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সুরমা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সিলেট নগরীর সুরমা নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা ভাঙার কাজ শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। আজ বুধবার সকাল থেকে স্থাপনা ভাঙার কাজ শুরু করে। এসময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সিলেট সার্কিট হাউসের সামনে থেকে পূর্ব দিকে মাছিমপুর হয়ে বোরহান উদ্দিন সড়ক পর্যন্ত রেটিইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। গত ২৮ অক্টোবর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

প্রসঙ্গত, সিলেট নগরীর ভেতর দিয়ে প্রবাহমান সুরমা নদীর উত্তরতীরে কয়েক শত অবৈধ স্থাপনা রয়েছে। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও এসব স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন বা জেলা প্রশাসন উদ্যোগ নেয়নি। অবশেষে ওয়াকওয়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হলো।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর