৮ নভেম্বর, ২০১৮ ১৪:৫৫

সিলেটে সতীনের বিরুদ্ধে সতীন খুনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে সতীনের বিরুদ্ধে সতীন খুনের অভিযোগ

সিলেটের গোয়াইনঘাটে এক নারীর বিরুদ্ধে শ্বাসরুদ্ধ করে সতীনকে খুনের অভিযোগ উঠেছে। নিহত মনোয়ারা বেগম (২৩) জেলার গোয়াইনঘাট উপজেলার পাইকরাজ গ্রামের আবদুল মতিনের দ্বিতীয় স্ত্রী। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত মনোয়ারার সতীন সাহেনা বেগম (৪২) ও তার মেয়ে সুলতানা বেগমকে (১৯) আটক করেছে। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে মোবাইল ফোনে কথা বলার জের ধরে মনোয়ারার সাথে সতীন সাহেনা বেগম ও তার মেয়ে সুলতানা বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায় তারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের জন্য মনোয়ারার স্বামী আবদুল মতিন, তার বড় স্ত্রী সাহেনা বেগম ও মেয়ে সুলতানা বেগমকে দায়ী করছেন নিহতের স্বজনরা।  

এ ঘটনায় দু’জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি আবদুল জলিল।

বিডি-প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর