১৪ নভেম্বর, ২০১৮ ১৩:০৮

সিলেটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা করেছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। বুধবার সকালে হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের উদ্যোগে ও নভোনরডিক্স ফার্মা’র সহযোগীতায় ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। পরে ডায়াবেটিকস সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, বিশ্বে ৪২৫ মিলিয়ন মানুষ ডায়াবেটিকস রোগে ভুগছে।  শৃঙ্খলা ও খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমেই ডায়াবেটিকস ৮০ ভাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব, ওষুধের ভূমিকা এখানে খুব কম। পরিমিত খাবার ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমেই ডায়াবেটিকস প্রতিরোধ করে একটি সুস্থ, কর্মোদ্যম ও প্রাণবন্ত জীবন গড়ে তোলা সম্ভব। 

এতে অন্যদের মধ্যে মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. এন কে সিনহা, মেডিসিন বিভাগের প্রধান ডা. এ এফ এম নাজমুল ইসলাম ও এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ডা. মো. শাহ এমরান, ডা. হাবিবুর রহমান বক্তব্য রাখেন। 


বিডি প্রতিদিনি/১৪ নভেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর