২২ নভেম্বর, ২০১৮ ১৬:১৯

আবারো পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আবারো পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া

পাঁচ আসামি আদালতে হাজির না হওয়ায় আবারো পেছাল সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। পরে আদালত আগামী ৭ জানুয়ারি স্বাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছেন। 

সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম সাক্ষ্যগ্রহণের নতুন এই তারিখ ধার্য্য করেন।

ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ ৯ জন বৃহস্পতিবার আদালতে হাজির হন। কিন্তু কারান্তরীণ লূৎফুজ্জামান বাবর এবং জামিনে থাকা আবদুল কাইয়ূম, জয়নাল আবেদীন ও মুমিনুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন। এমতাবস্থায় সকল আসামি আদালতে হাজির না হওয়ায় বিচারক সাক্ষ্যগ্রহণ থেকে বিরত থেকে নতুন তারিখ ধার্য্য করেন। আলোচিত এই মামলার ১৭১ জন স্বাক্ষীর মধ্যে ইতোমধ্যে ৪৩ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, ২০০৫ সালে হবিগঞ্জের বৈদ্যের বাজার এলাকায় জনসভা শেষে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়াসহ ৫ জন, আহত হন অন্তত ৪৫ জন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর