১৬ জানুয়ারি, ২০১৯ ১৭:০৯

দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা বনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা বনমন্ত্রীর

নিজের মন্ত্রণালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। মন্ত্রীসভায় যোগদানের পর বুধবার সিলেট ফিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় হচ্ছে দেশকে দুর্নীতিমুক্ত করা। এর অংশ হিসেবে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করতে যা যা করণীয় সবই করবো। 

সকাল পৌণে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফাইটে সিলেট পৌঁছান বনমন্ত্রী শাহাব উদ্দিন। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। 
মাজার জিয়ারত শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বনমন্ত্রণালয়ের অধীন পর্যটন ও ইকোপার্কগুলো সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের ভূমিকা হবে জিরো টলারেন্স। 

জলবায়ু পরিবর্তনে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে মন্ত্রী বলেন, ‘আমার মন্ত্রণালয়ের মূল কাজই হচ্ছে বন সংরক্ষণ। দেশের বনাঞ্চল রক্ষা করা না গেলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে আমরা রক্ষা পাবো না। ইকো ট্যুরিজমের নামে বনভূমি বিরান নয় সংরক্ষণের পরিকল্পনা নেব।’ 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর