৭ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:০৮

সিলেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৬২ হাজার শিশু

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৬২ হাজার শিশু

এবার সিলেট নগরীর ৬২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন। আগামী ৯ ফেব্রুয়ারি শিশুদেরকে এই ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার নগরভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান তিনি। 

সিটি করপোরেশন সূত্র জানায়, আগামী ৯ ফেব্রুয়ারি নগরীর ২৭টি ওয়ার্ডে ২৪৭টি কেন্দ্রের মাধ্যমে ৬২ হাজার ৬৪১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৭০ জন স্বাভাবিক ও ৮ জন প্রতিবন্ধী শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৪৮৩ জন স্বাভাবিক শিশু ও এই বয়সের ৮০ জন প্রতিবন্ধী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
নগরীর বিভিন্ন এলাকা, বাসস্ট্যান্ড ও রেল স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৪৯৪ জন স্বাস্থ্যকর্মী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর