Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:১৩

সিলেটে প্রাইভেট কার চাপায় অধ্যক্ষ নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে প্রাইভেট কার চাপায় অধ্যক্ষ নিহত

সিলেটের ওসমানীনগরে প্রাইভেট কার চাপায় মাদরাসার এক অধ্যক্ষ নিহত হয়েছেন। নিহত মাওলানা শায়খুল ইসলাম (৫০) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার অনন্তপুর গ্রামের উস্তার আলী ছেলে। তিনি ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বুরুঙ্গা এলাকা এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওলানা শায়খুল ইসলাম মোটরসাইকেলযোগে মাদরাসায় যাচ্ছিলেন। বুরুঙ্গা ১৯ মাইল নামক এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার


আপনার মন্তব্য