শিরোনাম
২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:২২

সিলেটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবি ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সিলেটে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে সকল শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ছুটে যান সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। 

একে একে শ্রদ্ধা নিবেদন করেন- শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, জেলা ও মহানগর বিএনপি এবং জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন। 

সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপিও সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এছাড়া সকাল ৮টায় জেলা প্রশাসন ও সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে পৃথক প্রভাতফেরি  এবং সাংস্কৃতিক সংগঠন শ্রুতির উদ্যোগে বের হয় বর্ণমালার মিছিল। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর