২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৪৩

প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ১৯৯৬ সালে দেশে মাত্র একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল। সেখানে গত পাঁচ বছরে শেখ হাসিনা সরকার আরও তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের অনুমোদন দিয়েছে। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ ও প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে দুই শতাধিক মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সহ্রাধিক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু শুধু ব্যাঙের ছাতার মতো প্রতিষ্ঠান গড়ে উঠলে হবে না, সেগুলোর মানোন্নয়ন প্রয়োজন। সরকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ, স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি এ এইচ এম এনায়েত হোসেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী প্রমুখ।  পরে মন্ত্রী ও কর্মকর্তারা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জায়গা পরিদর্শন করেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর