১৮ মার্চ, ২০১৯ ১৬:০১

শ্রীমঙ্গলে ভোটার উপস্থিতি খুবই কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গলে ভোটার উপস্থিতি খুবই কম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র গুলোতে ভোটার শূন্য। বেলা একটা পর্যন্ত এ উপজেলায় মাত্র ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা। এ উপজেলার মোটর ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৫৫০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৮০টি। 

সরজমিনে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট প্রদানে ভোটারের কোন আগ্রহ নেই। গ্রামাঞ্চলের কোন
কোন কেন্দ্রে দুই চার জন করে ভোটার দেখা গেলেও শহরের কেন্দ্র গুলো একে বারে ফাঁকা। তবে চা বাগানের কেন্দ্র গুলোতে কিছুটা ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা পৌনে একটায় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে কোন ভোটার দেখা যায়নি। ভোট গ্রহরে দায়িত্ব প্রাপ্তরা বসে বসে অলস সময় পার করছেন। 
এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ডা. মো. আরিফুল ইসলাম জানান, তার কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩১৮জন। ভোট পরেছে মাত্র ৩০০ জন। আর ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রজত শুভ্র চক্রবর্তী জানান, তার কেন্দ্রে বেলা একটা পর্যন্ত ৩৫০টি ভোট পড়েছে। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮শত ৯৩জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, উপজেলার সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণ ভাবেই ভোট চলছে । কেন্দ্রের বাইরের পরিবেশও খুব সুন্দর রয়েছে। কোথাও কোন গোলযোগের ঘটনা ঘটেনি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর