২০ মার্চ, ২০১৯ ১৯:৫৬

সিলেটে ট্রাফিক কার্যক্রমে ডিজিটালের ছোঁয়া

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে ট্রাফিক কার্যক্রমে ডিজিটালের ছোঁয়া

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক কার্যক্রমে ডিজিটালের ছোঁয়া লেগেছে। যানবাহনের ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সংক্রান্ত বিভিন্ন ধরনের মামলায় এখন থেকে জরিমানা আদায় করা হবে যান্ত্রিক পদ্ধতিতে। আজ বুধবার এই কার্যক্রমের উদ্বোধন মহানগর পুলিশের কমিশনার এস এম গোলাম কিবরিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে গোলাম কিবরিয়া বলেন, এখন থেকে ট্রাফিক পুলিশের কার্যক্রমে আরো স্বচ্ছতা আসবে। জরিমানা করার পর তাৎক্ষণিক ভাবেই তা পরিশোধ করতে পারবেন যানবাহন চালকরা। সাথে সাথে তারা ডিজিটাল মেশিন থেকে জরিমানার রশিদও পেয়ে যাবেন।

অনুষ্ঠানে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, উপ-কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) ফয়সল মাহমুদ, উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর