২২ মার্চ, ২০১৯ ১৯:৪৫

সিলেটে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে এই বাছাই অনুষ্ঠিত হয়। এতে নয়টি বিভাগে প্রায় ৭শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার সকালে বাছাই কার্যক্রমের উদ্বোধন করে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বাছাই প্রতিযোগিতায় বিচারক ছিলেন ৩৬ জন। নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত, পল্লীগীতি, দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান, ছড়া গান, নৃত্য ও আবৃত্তি প্রভৃতি বিভাগে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভার ঝলক দেখান।

আয়োজকরা জানিয়েছেন, সিলেটে এই বাছাই প্রতিযোগিতা থেকে ১০২ জনকে নির্বাচিত করা হবে। এরা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর